বর্তমানে বিভিন্ন সেলিব্রেটিদের খবর থেকে শুরু করে আজকাল সোশ্যাল মিডিয়ায় কত কিনা ভাইরাল হয়ে থাকে। অভিনেতা-নেত্রী থেকে শুরু সমস্ত গোপনীয় খবর আর গোপন থাকছে না। সমস্ত কিছুই সোশ্যাল মিডিয়ার দৌলতে আমাদের কাছে তথা নেতিজনদের কাছে পৌছছে যাচ্ছে। এরকম একদল টলি সেলিব্রেটিদের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতে দেখা গেলো, যা দ্রুত ভাইরাল হতে দেখা গিয়েছে।
অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহানের প্রাক্তন সঙ্গী নিখিলের নুতুন মেন্স ওয়েয়ার কালেকশন লঞ্ছের উপলক্ষেএকটা বড়সড় পার্টি আয়োজন করেছিলেন। এই পার্টিতে হাজির হতো দেখা যায় টলিপাড়ার কিছু চেনা মুখকে। নিখিল জহানের পার্টিতে তোলা কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছরিয়ে পড়তে দেখা যায়।
এই পার্টিতে দেখা যায় অনিনেতা অঙ্কুশ হাজরা, সঙ্গে ঐন্দ্রিলা দেখতে পাওয়া যায়। সোশ্যাল মিডিয়ায় অঙ্কুশ শুভেচ্ছা জানিয়ে লিখেছেন লঞ্ছে ইনভাইট করার জন্য, আর সফল হও, আবার দেখা হবে। সেই ছবিতে অঙ্কুশ জুটির পাশাপাশি দেখা গেলো তিনা সাহা আর নীল ভট্টাচার্য্যকে। তৃনা তার নিজের ইনস্টা স্টোরিতে এই পার্টি কিছু ছবি শেয়ার করতে দেখা গিয়েছে।
তবে একসময় নিখিলের বস্ত্রবিপণির ব্রান্ড আম্বেসেটর ছিলেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। সেখান থেকেই তাদের আল্লাপ এবং সম্পর্ক। তবে এখন আর তদের মধ্যে কোন সম্পর্ক নেই। বর্তমানে ছেলে ইশান ও স্বামী ইয়াশ দাসগুপ্তের সঙ্গে সুখে সংসার করছেন। অপরদিকে নিখিলও মন দিয়েছেন তার কাজে।
তবে নিখিলের পার্টি ছবি সোশ্যাল মিডিয়ায় দেওয়ায় নানা কটাক্ষের আওয়াজ উঠে এলো। অঙ্কুশে প্রোফাইলে মন্তব্য করতে দেখা গেলো, তোমার বন্ধু নুসরত রাগ করবে না। নুসরত কাজ করতে চাইবে তোমার সাথে। অনেক জানতে চাইলো তোমরা নিখিলের পার্টিতে কি করছিলে গো। তোমরা সকলে খুব ভালো তা বলে নিখিলের সাথে মিশবে এটা ভাবতে পারিনি। এরকম ধরনের নানা কমেন্টের ঝড় বয়ে গিয়েছে।