জিত ও মিমির নুতুন ছবি রিলিশ হতে চলেছে বাজী। আর মাত্র কিছুদিনের অপেক্ষার পর তাদের নুতুন সিনেমা বাজারে আসতে চলেছে। টলিপাড়ার সবাই এই সিনেমা নিয়ে ব্যাপক কৌতুহল দেখা যাচ্ছে। বাংলা টেলিভিশনে এই প্রথমবার জিৎ ও মিমির রোমান্টিক জুটি দেখা যাবে। তাদের একটাই উল্লাশ জিত ও মিমি জুটি সিনেমা কেমন রোম্যান্টিক হবে ?
বাংলা সিনেমায় জিত তার নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে জায়গা করে নিয়েছে। বাংলা সিনেমায় সবথেকে ভালো অভিনেতা হিসাবে তার নাম প্রথমে উঠে আসে। অপরদিকে মিমি সকলের প্রিয় একজন অভিনেত্রী। তার অভিনয় আমাদের সকলের মনে এক আলাদা জায়গা করে নিয়েছে। জিত ও মিমিকে তাদের নুতুন সিনেমা নিয়ে ব্যাপক প্রাকটিস করতে দেখা যাচ্ছে।
সিনেমায় আমরা সকলে দেখেছি, জিতও মিমিকে অন্যান্য অভিনেতা- নেত্রীদের সঙ্গে অভিনয় করতে, তাদের একসাথে অভিনয় করতে কখন দেখা যায়নি। তবে এবারে এই প্রথম এদেরকে একসাথে দেখা যাবে বড় পর্দায়। এই নিয়ে ব্যাপক উল্লাশ দেখা যাচ্ছে সকলের। এই সিনেমা কবে মুক্তি পাবে তারই শুধু দিন গণার অপেক্ষা।
বাজী সিনেমায় দর্শক জিৎ ও মিমিকে দারুন পছন্দ করেছেন । কারন প্রথমবার এই জুটিকে দেখালো তাদের নুতুন সিনেমা বাজী।তাদের এই নুতুন সিনেমা নিয়ে খুবুই দর্শকের মনে আকর্ষন দেখা যাচ্ছে। প্রথম এই সিনেমাতে তাদের একসাথে অভিনয় করতে দেখা যাবে।
শুধুমাত্র এই ছবি নয়, ছবির গানও দর্শকের কাছে বিষণ প্রিয় হয়ে উঠেছে। এই বিশেষ জায়গায় এই গানের রিয়ারশাল করতে দেখা গেলো জিৎ ও মিমিকে। দুজনেই সেই মজার গানের নাচ প্রাকটিস করে নিলেন। তাদের এই নাচের প্রাকটিসের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক শেয়ার করতে দেখা যাচ্ছে নেটিজনদের।