অভিনেত্রী শ্রীলেখা মিত্র একসময় বাংলা সিনেমাতে ব্যপক দাপিয়ে বেরিয়েছিলেন। তবে এখন তার ব্যাপক জনপ্রিয়তা দেখা মেলে। তবে তিনি তার অনুগামিদের অনুরোধে প্রায়শই ভিডিও বানিয়ে থাকে। তবে এবারে তাকে দেখতে চাইলো মানিকে মাগে হিতে গানে নিত্য পরিবেশন জন্য। প্রথমে তিনি রাজী না হলেও পরে কিন্তু তাকে এই গানে নাচতে দেখা মেলেছে।
মানিকে মাগে হিতে এই গানটি ২০২০ সালে তৈরি করেছিলেন সতিসান ও রত নায়েক। সেই সময় এই গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। চলতি বছরের মে মাসেতে এই গানের নুতুন ভার্সন ব্যাপক সারা দুনিয়ায় ছড়িয়ে পরে। তার এই গান নিয়ে অনেকে রোস্ট করা থেকে শুরু করে শর্ট ভিডিও বানাতে দেখা গিয়েছে অনেককে। এবারে তারি গানে নাচতে দেখা গিয়েছে জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখাকে।
তবে কিছুদিন আগে তার বাবাকে হারিয়ে তিনি ভেগে পরেছিলেন। তাই মানসিক ভাবে তিনি এখন বিপর্যস্থ, তার মাঝেই তার নাচের ভিডিও শেয়ার করতে দেখা গেলো। তবে তিনি ফেসবুক লাইভে এসে চোখের জল ঝরিয়ে ব্যাপক কান্নাকাঁটি ও দুখপ্রকাশ করেছিলেন। তবে তিনি বরাবরি পজিটিভ থাকা এই মানুষটি এখন নিজেকে অনেকটাই সামলে নিচ্ছে। তাই আবার তাকে আমরা সকলে পুরুনো ছন্দে দেখতে পাচ্ছি।
শ্রীলঙ্কার গান মানিকে মাগে হিতে আজ মানুষের মুখে মুখে সুন্তে পাওয়া যায়। এই গানে টলি থকে বলি সমস্ত সেলিব্রেতিদের শর্ট ভিডিও দেখতে পাওয়া যায়। তবে এবারে বাদ গেলো না জনপ্রিয় সিনিয়ার অভিনেত্রী শ্রীলেখাও। এই রোমান্টিক গানে গা ভাসিয়ে নিজেই ভাগ করে নিলেন তার অনুগামিদের সঙ্গে। তার এই নাচের ভিডিও ব্যাপক সোশ্যাল মাধ্যমে শেয়ার করতে দেখা যাচ্ছে।
প্রথমে তাকে মানিকে মাগে হিতে গানে, পরে তাকে বাংলা জনপ্রিয় গান “তোমার ঘরে বসত করে কয়জন” গানে একীসঙ্গে নাচতে দেখা যায়। তার নিজের ইনস্টাগ্রামে এই ভিডিও আপলোড করতে দেখা যায়। মুহুর্তের মধ্যে নেটদুনিয়ায় ছড়িয়ে পরে এবং তার প্রোফাইলে কমেন্টে ভরে গিয়েছে।