বাংলা চলচিত্রে একজন জনপ্রিয় অভিনেত্রী রচনা বানার্জি। আমরা অনেকেই আছি, যারা রচনা বানার্জিকে অনেক ছোট বেলা থেকে দেখে আসছি। অভিনয় জগতে বিশাল নাম করে নিয়েছেন অভিনেত্রী রচনা বানার্জি। তিনি বহুকাল ধরে অনেক সিনেমা করে দর্শকের মন জয় করে নিয়েছে।
তাকে এখন জি বাংলা খ্যাত জনপ্রিয় শো দিদি নাম্বার ওয়ানে হস্ট করতে দেখা যায়। বর্তমানে তিনি সিনেমা জগতে বেশি দেখা যায় না। দিদি নাম্বার ওয়ান সিনেমার মাধ্যেম ব্যাপক জনপ্রিয়তা দেখা যায় তার। তবে তার বাবা কিছুদিন হল মারা গিয়েছে, তিনি বাবার জন্য বিষণভাবে শোকাহত হয়ে পরেছেন। তাকে লাইভে এসে বাবার জন্য দুঃখ করে কাঁদতে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
বাবাকে নিয়ে নানান কথা বলতে গিয়ে বললো, সব সময় আমার বাবার সাথে যোগাযোগ থাকতো। বাবার সবসময় খেয়াল রাখতাম বাবা এভাবে চলে যাবে ভাবতে পারিনি। বাবা সবসময় আমার খোঁজ নিত, কাছের বন্ধুকে হারিয়ে দিশেহারা হয়ে পরেছি। কারো যদি কাছের মানুষ এভাবে তারাই আমার কষ্টটা বুঝতে পারবে।
লাইভে এসে নিজের বাবাকে নিয়ে মনের বক্তব্য জানিয়েছেন রচনা বানার্জি। এছাড়া বাবাকে সাথে কাটনো নানা মুহুর্ত শেয়ার করে নিচ্ছেন রচনা। তবে তিনি বাবার শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি। রচনা বানার্জি আবার তার আগের স্বাভাবিক জীবনে ফিরে আসুক।