সোশ্যাল মিডিয়ার দৌলতে কতো কি খবরের আপডেট আমাদের প্রতিনিয়ত মিলে থাকে। বিশেষ টলি থেকে বলি উডের সমস্ত খবরের আপডেট আমাদের প্রতিনিয়ত ভাইরাল হয়ে থাকে। আর বাংলা সিনেমার সমস্ত অভিনেতা-নেত্রীদের খুঁটিনাটী বিষয় নিয়ে চর্চিত হয়ে থাকে। অভিনেত্রী শুভশ্রীকে নিয়ে তো কোনো কথা হবে না, তিনি প্রায়শই আলচনায় থাকেন। তার এবং তার ছোট ছেলে ইউভানকে নিয়ে সবসময় কোন না কোন বিষয়ে ভিডিও ভাইরাল হতে দেখা যায়।
তবে এখন ছোট সেলিব্রেটি নামের প্রথমেই আসে শুভশ্রী ছেলে ইউভান। ইউভানের ছোট বেলা থেকে শুরু করে সমস্ত ছবি ভেসে আসে। তাকে কলে নিয়ে অনেক অভিনেতা- নেত্রীদের ভাইরাল ভিডিও শেয়ার হতে দেখা যায় নেটদুনিয়ায়। এমনি এক ভিডিও ভাইরাল হতে দেখা গেলো, অভিনেতা আবির চাটার্জীর ইউভানকে কলে নিয়ে খেলা করার ভিডিও। এই ভিডিও নেটিজনের মাধ্যমে দ্রুত শেয়ার করতে দেখা যাচ্ছে।
আবির চ্যাটার্জীর বাংলা সিনেমা জগতে এক জনপ্রিয় অভিনেতা। অল্প দিনের মধ্যেই অভিনয়ের মাধ্যেমে নাম কামিয়ে নিয়েছেন। বর্তমানে তাকে বিভিন্ন চ্যানেলে প্রোগামেতে আঙ্ককারিং করতে দেখা যায়। বাংলা জনপ্রিয় চ্যানেল স্টার জলশা, জি বাংলা, চ্যানেলে শো-য়ে প্রায়শই আঙ্কারিঙ্গের চরিত্রে দেখা যায়।
রাজ চক্রবর্তী ও শুভশ্রী ছেলে ইউভানের বয়স সবে ১ বছর হয়েছে । সেদিনের ছোট ইউভান সবে গুঁটি গুঁটি পায়ে হাঁটতে শিখেছে। ছেলে ইউভানকে নিয়ে শুভশ্রী বেশ খুশিতে আছেন, মাঝে মধ্যেই বেশ আদরে মাখা ইউভানকে নিয়ে ছবি পোস্ট করতে দেখা যায় সোশ্যাল মিডিয়ায়।
অভিনেতা আবির চাটার্জীর ইউভানকে কলে নিয়ে নাচাতে নাচাতে আদর করতে দেখা গেলো। তারপর মেঝেতে ছেড়ে দিলে ইউভান চলে চলে তার মায়ের কাছে চলে যায়। তারপর ইউভানকে চেয়ার ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তারপর অভিনেতা আবির চ্যাটার্জী ইউভানের সঙ্গে লুকোচুরি খেলতে দেখা যায় এই ভিডিও-তে। আবিরের ইউভানের সঙ্গে খেলা করার ভিডিও দ্রুত ভাইরাল হয়ে ছড়িয়ে পরে সোশ্যাল মাধ্যমগুলিতে।