Sonam Kapoor সোনাম কাপুরের অনেক ছবি ভাইরাল হতে দেখা যায়। বিভিন্ন ভাবে সোশ্যাল মিডিয়ায় চর্চার মধ্যে থাকেন। তবে এবারে মা হওয়া নিয়ে নুতুন করে সনাম কাপুরকে নিয়ে চর্চা হতে দেখা গেলো।
কয়েকদিন ধরে কান পাতলেই তার মা হওয়ার গুঞ্জন শুনতে পাওয়া যাচ্ছিল। এই গুঞ্জনের নিশ্চয়তা স্পষ্ট হয়ে গেলো তার একটি পোস্ট।
ফিল্মি তারকাদের ছবি সোশ্যাল মিডিয়ায় খুঁটিনাটি নিয়ে ব্যাপক আলচনা করতে দেখা মেলে।
এবারে সনাম কাপুরের একটি ছবিকে ঘিরে ব্যাপক আলচনা দেখা যায়। নানা ভাবে খবর মিলছে, তার পেগিনেন্সির খবর।
তার ছবিতে স্পষ্ট বেবিবাম্প, এই নিয়ে চর্চিত হতে দেখা যায়। তবে তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট থেকে সব প্রশ্নের উত্তর খুজে পাওয়া যায়।
সোনাম কাপুর এবার মা হতে চলেছে। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা রকম আলচনা হতে দেখা যাচ্ছে।
তবে কিছুদিন আগে তিনি নিজেই এই গুজবে জল ঠেলেছিলেন তিনি নিজেই। তাকে সোশ্যাল মিডিয়ায় নুতুন ছবি আপলোড করতে দেখা গেলো ।
এর সেই ছবি নিয়ে শুরু হয়েছে জল্পনা, সোশ্যাল মিডিয়ায় তুমুল ঝড় উঠেছে তাকে কেন্দ্র করে ।
Sonam Kapoor লন্ডন থেকে বাড়ি ফিরেছিলেন দিনকয়েক আগে। করোনার অতিমারির কারনে কিছুদিন ধরে তাকে বিদেশে থাকতে হয়।
সোনাম কাপুরের বেবি বাম্প স্পষ্ট বোঝা যায়
তবে তাকে তিনি বিদেশে গিয়ে একাই এয়ারপোর্ট থেকে বাড়ি ফিরেছেন । তবে এবারে তার বাবা অনিল কাপুরকে এয়ারপোর্ট থেকে আনাতে যেতে দেখা গিয়েছিল।
বহুদিন পর অভিনেত্রীকে দেখে তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে দেখা গিয়েছিলো। তার সাথে সাথে মেয়েকে দেখে আবেগে তার বাবাকে কাঁদতে দেখা যায়।
তার বাবার কান্নাকে ঘিরে নুতুন করে জল্পনা শুরু হয়েছিল । তবে এয়ারপোর্ট সোনামকে দেখে অনেকেই তাকে গর্ভবতী বলে অনুমান করে।
এই নিয়ে নেটিপাড়াই ব্যাপক আলচনা শুরু হয়।
এরপরিই সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, পিরিয়ডের প্রথম তিনি কিভাবে কাটাছেন। এরপর নেটিজনদের কাছে ব্যাপারটা পরিস্কার হয়ে যায়।
এতো দিনের গুঞ্জনের অবসান ঘটে।
তারপর তার দিদির রিয়া কাপুরের বিয়েতে তাকে পুর শরীর ঢাকা পোশাক পরতে দেখা যায় ।
নেটিজনদের দাবি, তার দিদির বিয়েতেও সোনামের বেবি বাম্প দেখা যাচ্ছে।
এরপর তাকে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতে দেখা যায়।
তার সোশ্যাল মিডিয়ায় সোনামের টাইট ফিট ড্রেসে ছবি পোস্ট করতে দেখা গেলো।
এই চাপা পোশাকে অভিনেত্রীর বেবি বাম্প নেটিজনদের কাছে স্পষ্ট হয়ে যায়।
তার এই ছবি দেখে যে কেউ বলে দেবেন, তিনি মা হতে চলেছেন।