Sidharth Shukla: সিদ্ধার্থ শুক্লা আকস্মিক পরলোক গমন খবর বলিপাড়ায় শকের ছায়া নেমেছে। বলিপাড়ার তার এই হঠাৎ পরলোক গমন রীতিমতো মেনে নিতে পারছেনা।
তার মৃত্যুর খবর পেয়ে সারাদিন ছুড়ে যে শকের ছায়া নেমেছে। তার মৃত্যর খবর টলিপাড়তেও শকের ছায়া নেমেছে, তার আকস্মিক মৃত্যু তাঁরা মেনে নিতে পারছেনা।
তাকে নিয়ে একাধিক নায়ক নায়কেরা তার অল্প বয়সেই মৃতুয়র খবর রীতিমতো তাদের হতভম্ভ করতে তুলেছে।
তার বয়স মাত্র ৪০ বছরেই তিনি চলেগেলেন আমাদের ছেড়ে। টলিপাড়ায় তার মৃত্যর খবর অবাক হয়ে ছেন যশ, রক্সিনী, শুভশ্রী, নুসরত।
একাধিক অভিনেতা-নেত্রীদের টুইট মন্তব্য
অভিনেত্রী তদা সংসদ, নুসরত জাহানকে টুইট করতে দেখা গিয়েছে। তিনি টুইট করে কাপসানে বলেছেন” তিনি এতো তাড়াতাড়ি আমাদের সকলে ছেড়ে চলেগেলেন।
তার শোকে আমরা খুবুই শোকাহাত। তার হঠাৎ মৃত্যু বিশ্বাস করতে পারছি না।
তার আত্মির শান্তি কামনা করি।” তবে নুসরতের কাছের বন্ধু যশ দাশগুপ্ত একিইভাবে সমবেদনা প্রকাশ করেছেন।
অভনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় তার মৃত্যুর খবর পেয়ে, তার আত্মার শান্তি কামনা করেছেন।
অভিনেত্রী রুক্মিণী তার মৃত্যুতে শোক প্রকাশ করতে দেখা গেলো।
তিনি বলেছেন, সিদ্ধার্ধ তার পরিবারের জন্য শক্তি ছিলেন। তার আত্মার শান্তি কামনা করেছেন।
তার সাথে তিনি সিদ্ধার্ধের গালফ্রেন্ড শেহনাজ গিলের জন্য প্রার্থনা করেছেন।
কোনো শোক বার্তা যথেষ্ট নয়, শক্ত থাকতে বলেছেন।
ইতিমধ্যেই একেরপর এক অভিনেতা- নেত্রীদের তার মৃত্যুতে শোক প্রকাশ করতে দেখা যাচ্ছে।
কৌশানি মখোপাধ্যায় লিখেছেন” আমি অবাক হয়ে গেছি তার মৃত্যুর খবর পেয়ে কোনোভাবেই মেনে নিতে পারছি না। তার আত্মার শান্তি কামনা করেছেন।
অনিন্দ্য চটোপাধ্যায় বলেছেন” মানুষের জীবন বড়ই অনিশ্চিত।
সুত্রে খবর পাওয়া গিয়েছে, বুধবার রতের দিকে মায়ের সাথে হাঁটতে গিয়েছিলেন অভিনেতা সিদ্ধার্থ শুক্লা।
হাঁটতে হঠাৎ করে অসুস্থ্য হয়ে পরলে, তার মা ও তিনি বাড়ি ফিরে যায়। বারতে ফিরে শরীর ঠিক না হওয়ায় অশধ খেয়ে ঘুমিয়ে পরেছিলেন।
তার পরের দিন বৃহস্পতিবার সকালে তিনি আর ঘুম থেকে উঠলেন না।
সকাল ৯.৩০ মিনটে ঘুম না ভাঙ্গায় তার পরিবারের লোক ঘরে গিয়ে দেখেন, তিনি অচৈতন্য অবস্থায় শুয়ে আছে।
তাকে ১০.৩০ মিনিটে জুহুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে যাওয়ার পর, ইসিজি করার পর তাকে মৃত বলে ঘোষনা করেন চিকিৎসকরা।
জানায় হাসপাতালে আসার আগেই sidharth shukla-এর মৃত হয়েছে।