Lightning; নদীঘাটেই বজ্রপাতে মৃত্যু ১৭ জন বরযাত্রী

Lightning: বজ্রপাত প্রায়শই হতে দেখা যায় বৃষ্টিপাতের সময়। বর্তমানে বজ্রপাতের ফলে অনেক হতাহত হতে দেখা যাচ্ছে । বজ্রপাত মৃত্যু হতে দেখা গেলে বাংলাদেশে, এক মর্মান্তিক ঘটনাসময় ছিলো তখন আনুমানিক বেলা ১২ টা। এই ঘটনা ঘটে পদ্মা নদীর তেলিখাড়ি ঘাটে বজ্রপাতে মৃত্যু হয় ১৭ জন এবং আহত হয় ১৪ জন । জানা গিয়েছে, মৃত ও আহত ব্যাক্তির সকলেই ছিলেন বরযাত্রী ছিলেন বউভাতের অনুষ্ঠানে যাচ্ছিল। আহত ব্যক্তিদের নিয়ে গিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে যারা মারা গেছেন তাদের মধ্যে ১২ জন পুরুষ ও ৫ জন মহিলা ছিলেন ।

এক ভয়াবহ বজ্রপাত হতে দেখা যায় বাংলাদেশের এক জেলায়

শিবগঞ্জ  উপজেলা নির্বাহি কর্ম কর্তা সাকিব আল রাব্বি জানায় , শিবগঞ্জ উপজেলা পদ্মা নদীর তেলিখাড়ি ঘাটে দুপুরের দিকে এই মর্মান্তিক বজ্রপাতের ঘটনা ঘটে ।

এই বজ্র পাতে মৃত ও আহত বাক্তিরা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দুরপুর ইউনিয়নের অধিবাসী।

 তার বিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে ছিলেন, প্রচণ্ড বৃষ্টি শুরু হলে সময় তারা একটি টিনের দোচালা ঘরে আশ্রায় নেয়।

এই সময় বৃষ্টির পাশাপাশি প্রচণ্ড বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁরা মৃত ও আহত হয়।  

চেয়ারম্যান জালাল উদ্দিন জানান , বরযাত্রীরা নারায়নপুর ঘাট থকে নৌকায় করে পদ্মা নদী পার হয়ে পাকা ইউনিয়নে এলাকায় যাচ্ছিল।

অপরদিকে ফায়ার স্টেশন অফিসার মেহেরুল ইসলাম  বলেল, আমারা ১৬ জনের লাশ উদ্ধার করে এবং আহত ১৪ জনকে হাসপাতালে পাঠিয়েছি ।

তিনিও এও জানিয়েছেন আহত ব্যাক্তিদের মধ্যে কেউ মৃত হতে পারে।

বাংলা দেশের দুর্যোগ ব্যবস্থাপনার অধিদপ্তর বলেন, কয়েক বছর ধরে বাংলা দেশে বজ্রপাতে পরিমান ও হতাহতের ঘটনা বেড়েয় চলেছে ।

বাংলাদেশে জাতীয় দুর্যোগ সমীক্ষা তালিকায় ২০১৬ সালে মে মাসে বজ্রপাত অন্তর্ভুক্ত করা হয় ।

সমীক্ষা থেকে জানা গিয়েছে, ২০১১-১৭ সাল৭ বছরের মধ্যে বজ্রপাতের ফলে ১৪০০ মানুষের মৃত্যু হয়েছে ।

এমনকি প্রচুর পরিমানে গবাদি পশুও মারা গিয়েছিল গত কয়েক বছরের বজ্রপাতে ।

আবহাওয়াবিদরা বলেছেন, বাংলাদেশের উত্তর ও উত্তর- পশ্চিমাঞ্চল বজ্র-প্রবন এলাকাগুলি অন্যতম।

গ্রীষ্মকালে এইসব অঞ্চলগুলিতে তাপমাত্রা বেশি থাকার কারনে এই অঞ্চলে বজ্রপাত বেশি হতে দেখা যায় ।

বাংলাদেশ বজ্রপাতে( Lightning ) ক্ষয়ক্ষতি হওয়া থেকে বাচাতে আগাম সতর্ক বার্তা দেওয়ার ব্যাবস্থা গ্রহন করছে।

error: Content is protected !!