স্প্যানিশ দ্বীপ লা পালমার কামব্রে ভিজা আগ্নেয়গিরি ভয়াবহ আকারে রুপ নিয়েছে। সোমবার এই আগ্নেয়গিরির লাভা পাহাড় উপর থেকে নেমে গিয়ে সমুদ্রের জলে গিয়ে আঘাত করেছে। এমন পরিস্থিতিতে স্প্যানিশ দ্বীপের উপকূলীয় শহর , সান বোরোন্ডন, তাজাকোর্ট এবং এল কার্ডনের বাসিন্দাদের বিশেষ সতর্কবার্তা দিয়েছেন স্থানীয় প্রশাসন। এই উপকুলবাসীদের বাড়ির বাইরে বের হওয়া নিষেধাজ্ঞার নির্দেশ করেছেন স্থানীয় কর্তৃপক্ষ।
কামব্রে ভিজা আগ্নেয়গিরির লাভা একটি নুতুন স্রোত পাহাড় বেয়ে সুমুদ্রের জলে গিয়ে পরেছে। এমতাবস্থায় আগ্নেয়গিরি থেকে বিষাক্ত গ্যাস বাতাসের সঙ্গে মিশে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এই গ্যাস বাতাসে মিশে গিয়ে এলাবাসী মানুষের নানা ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দেবে।
সোমবার দুপুরের দিকে আই আগ্নেয়গিরি ভয়াবহ ঘটনাটি ঘটতে দেখা যায়। স্তানিয় এলাকাবাসী রীতিমতো ভয় পেয়ে গিয়েছে এই লাভার স্রোত দেখে। তবে গত দু মাস ধরে সেখানে আগ্নুপাত হচ্ছিল। স্থানীয় কাউনশিলের ড্রন ভুটেজে দেখা গিয়েছে, লাল গরম গলিত লাভাগুলো পাথরের পাহার বেয়ে অ্যাটলান্টিকের জলে গিয়ে মিশে যাচ্ছে।
পাশাপাশি আরো দেখা গিয়েছে সেখান থেকে মেঘগুলো আকাশে মিশে যাচ্ছে। এদিকে পরিস্তিতি মোকাবিলা ও বায়ুর গুনমান পরিক্ষা করার জন্য সামরিক বাহিনি জুরুরি ইউনিটের সদর্শ্যদের মতায়েন করা হয়েছে।
প্রযুক্তিগত পরিচালক জানান, প্রতিকুল আবহাওয়ার কারনে বিমান বন্দরটি বন্ধ করে দেওয়া হয়েছে । আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত এই বন্দর বন্ধ থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে লাভার বিস্ফোরণের পর থেকে স্পানিশের রাজধানীবাসিদের প্রথমবারের মত মাস্ক পরিধানের পরামর্শ দেওয়া হয়েছে। বাতাসে কনা পদার্থ, সালফার ডাইঅক্সাইড উচ্চ ঘনত্বের কারনেই এই সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।