তৃণমূল নেতা ফিরহাদ হাকিমের ঘরে বিজেপি নেতা রাজ্য সভাপতি দিলিপ ঘোষকে যেতে দেখা যায়। এই নিয়ে ব্যাপক সোরগোল পরে গিয়েছে। দিলিপ ঘোষের হঠাৎ করে ফিরহাদ হাকিমের বাড়ি যাওয়া নিয়ে নানা আলোচনা শুরু হয়ে গিয়েছে। দিলিপ ঘোষের তৃণমূল নেতাদের বাড়িতে যাওয়াকে কেন্দ্র করে নানা প্রশ্ন উঠে এসেছে। কেন তিনি হঠাৎ করে তার বাড়িতে গেলেন? এ নিয়ে নানা কৌতুহলের সকলের।
বিধানসভাতে আসেন দিলিপ ঘোষ প্রথমে সুক্লতে মুখ্যপাধ্যায়ের বাড়ির সামনে বেশ কিছুক্ষন দাঁড়িয়ে কথা বলেন। তারপর সেখান থেকে চলে যান ফিরহাদ হাকিমের ঘরে প্রবেশ করেন. এরপর সেখানে উপস্থিত সকলকে বলেন” এ ঘরে আসা নুতুন কিছু না, আর আগে বহুবার এ ঘরে এসেছি। ববিদার সাথে আমার দির্ঘদিনের সম্পর্ক এবং আমরা একসাথে আমরা অনেক ছবিও তুলেছি। আমাদের মধ্যে অনেক কথা হয়, আপানারা আশর্য্য হতে পারেন।
এরপর তিনি কিছুক্ষন কথাবার্তা বলে সেখান থেকে তিনি চলে আসেন তৃণমূল নেতা মলয় ঘটকের বাড়িতে। তার বাড়িতে কিছুক্ষন ধরে কথাবার্তা চলতে থাকে। মলয় ঘটকের বাড়িতে উপস্থিত ছিলেন কিছু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি ছাড়া বেশ কিছু দলনেতা ছিলেন, তাদের সাথেও কথা বলেন বিজেপি রাজ্য সভাপতি দিলিপ ঘোষ। যা নিয়ে ব্যাপক আলচনা শুরু হয়ে গিয়েছে।
তার হঠাৎ করে একে দুই নেতার বাড়িতে যাওয়াকে নিয়ে ইতিমধ্যে ব্যাপক সোরগোল পড়ে গিয়েছে। তিনি বিজয় শুভেচ্ছা জানানোর জন্য তিনি তাদের বাড়িতে গিয়েছেন। ঠিক যেদিন বিধানসভায় work out করছে মুলতবী প্রস্তাব খারিজ করলেন স্পীকার। সেইদিন তিনি একের পর এক নেতার বাড়িতে গেলেন। তবে এ মন্তব্যে বলেছেন, এটি সৌজন্য সাক্ষাৎকার এই নিয়ে বেশি জলখোলা করার দরকার নেই। তবে তা নিয়ে একটা চর্চাতো থেকেই যায় রাজনৈতিক মহলে।