ত্রিপুরায় ভোটে প্রচার করতে গিয়ে ত্রৃন্মুল নেতা ফিরহাদ হাকিম বিজেপিকে হুঁশিয়ারি দিলেন, “এখানে একটা মারলে, ওখানে ৫ টা মারবো” । কিছুদিন আগে দেখা গিয়েছিল, তৃনমূলের সভায় ইট, পাথর ছুড়ে আহত হয়ে ৩ জন হাসপাতালে ভর্তি হয়েছিল। ত্রিপুরায় সভায় গিয়ে তারই পাল্টা জবাব দিলেন ফিরহাদ হাকিম।
ত্রিপুরায় বিজেপিকে হুশিয়ারি ফিরহাদ হাকিমের “এখানে একটা মারলে ওখানে ৫ তা মারবো” । ফিরহাদ হাইম বললেন” আমাদের ছেলেদের মেরে হাসপাতালে পাঠিয়ে দিচ্ছে, আমাদের ৫ মিনিট লাগেব”। কিন্তু মমতা বন্ধোপ্যাধায় গনতন্ত্রে বিশ্বাস করেন বলেই কেউ কিছু বলছে না। ত্রিপুরায় একটা মারলে অন্য জায়গায় ৫ টা মারার ক্ষমতা রয়েছে। বিজেপিকে কড়া হুশিয়ারি দিলেন ফিরহাদ হাকিম।
ফিরহাদ হাকিম এও বলেন, ত্রিপুরা একমাত্র জায়গা নয়, ত্রিপুরার বাইরেও সংগঠন রয়েছে। ত্রিপুরার আমাদের ছেলেদের মারলে আমরা অন্য জায়গায় ৫ টা মারবো। তিনি বিরোধীদের কুয়োর ব্যাঙ বলে সমন্ধন করে বলেন, কুয়োর ব্যাঙ ভাবে যে কুয়োটাই পৃথিবী, কিন্তু কুয়োটা পৃথিবী নয়। তাই এখানে আমায় একটা মারলে, আমি ওখানে পাঁচটা মারবো।
ফিরহাদ হাকিমের হুঁশিয়ারিতে ত্রিপুরার বিজেপি নেত্রী অস্মিতা বনিক বললেন, যে ব্যাক্তি কথা বললেন,” উনি পশ্চিমবঙ্গে নির্বাচনের সময় এ ধরনের কথাবার্তা উনি বলেছিলেন। বিজেপি কর্মিদের উপর যেন আক্রমন চালানো হয়, যে যার নিজের সংস্কার থেকে কথা বলে। বিপ্লবদেরকে কি হুশিয়ারি দেবে। যেখানে নিজেরায় জাওগা পাচ্ছে না। এখানে উনি উনার কালচার দেখিয়েছেন। নিজের রাজ্যই যেখানে সাম্লাতে পারছে না, এখানে উনি এসে ত্রিপুরার মানুষের মধ্যে অশান্তি লাগানোর চেষ্টা করছে। তবে ত্রিপুরার মানুষ গণতন্ত্র প্রিয়, এখানে উনার কথা বিকবে না।”