বিদ্যালয়ের ক্লার্ক করোনা আক্রান্ত, এই খবর ছড়িয়ে পরতেই বিদ্যালয়ে ছাত্রছাত্রী ও শিক্ষকদের মদ্যে ছরালো চাঞ্চল্য। এমন ঘটনা দেখা গিয়েছে, মালদা মানিকচক থানার অন্তর্গত এনায়েকপুর উচ্চ বিদ্যালয়ে। এই পরিস্তিতে বিদ্যালয়ে স্যানিটাইজ করার কাজ শুরু করলো স্কুল কৃতপক্ষ। তবে শিক্ষক- শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা যাচ্ছে। গত কয়েকদিন হল স্কুল খুলেছে তারই মধ্যে করোনা পজিটিভ হতে দেখা গেলো। করোনার এই অতিমারিতে ছাত্রছাত্রীদের পড়াশোনার বালাই নেই বললেই চলে। ছেলেমেয়েদের ভবিষ্যৎ- এর কথা মাথায় রেখে স্কুল খোলা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
এই বিদ্যালয়ের প্রধান ক্লার্ক গোপালচন্দ্র মণ্ডল গত কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন। তবে বুধবার করোনা পজিটিভের রিপর্ট আসতেই বিদ্যালয়ে ব্যাপক চাঞ্চল্যকর পরিস্তিতি তৈরি হতে দেখা যায়। এই পরিস্ততিতে বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। তবে ইতিমধ্যে ক্লার্কের সংস্পর্সে আশা সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীসহ অনান্য কর্মিদের কোয়ার্ন্টাইন করা হয়েছে। তবে বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীসহ করোনা ছড়িয়ে পরার আতঙ্কের সৃষ্টি করেছে এলাকা জুড়ে।
শিক্ষক-শিক্ষিকা বলেন, সকলেই আমরা একসাথে থাকি ও একসাথে কাজ করি। তারই মধ্যে আমাদের একজন স্টাফের করোনা পজিটিভ হয়ে গেলো। বাকি যেকজন স্কুলে আছি খুবই কষ্ট করে ক্লাস করছি। আমাদের একটা ভয় কাজ করছে,আমাদের মাধ্যেম ছাত্রছাত্রী মধ্যে না ছড়িয়ে পরে। প্রত্যেকটা ক্লাসে গিয়ে দূর থেকে সোশ্যাল ডিস্টান্স মেনে ক্লাস করাছি। আমরা স্যানিটাইজ করেছি, এখন পর্যন্ত কন্ট্রোল করে ক্লাস চালিয়ে যাচ্ছি। উনি কালকে করোনা টেস্ট করে পজিটিভ আসার পর আমাদের জানিয়েছেন। আমাদের স্কুলের তরফ থেকে শিক্ষা দপ্তরে জানানো হয়েছে, এখন পর্যন্ত কোনো নির্দেশ আসেনি।