শেষ রক্ষা হল না, বন্ধ হয়ে গেল তিস্তা তোর্সা এক্সপ্রেস ট্রেন। আগামী তিন মাসের জন্য বন্ধ হয়ে গেলো শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ারগামি তিস্তা তোর্সা এক্সপ্রেস ট্রেন। যাত্রীদের ট্রেনে যাতায়াত আর হবে না, যার ফলে যাত্রীদের যাতায়াতের বিরাট একটা সমস্যার মুখে পড়তে হবে। ট্রেন করে মানুষের যাতায়াতের কত সুবিধা মেলে। আলিপুরদুয়ারের মানুষের সমস্যা নিয়ে ব্যাপক সমালোচনা দেখা যাচ্ছে।
রেলবোর্ড যুক্তি দেখিয়েছে যে, গতবার কুয়াশার কারনে ও করোনা আবহে একেবারেই যাত্রী উঠেনি। তাই বড় ক্ষতির মুখে পড়তে হয়েছিল এই ট্রেনটিকে। যার ফলে রেলবর্ড ভাবনা চিন্তা করছিল, সারাবছর চলেও শীতকালে বন্ধ রাখতে হবে আলিপুরদুয়ার থেকে শিয়ালদাহগামি এই ট্রেনটিকে । কিন্তু তিস্তা তোর্সা ট্রেনটিকে যখন চালানোর সিদ্ধান্ত নিয়েছিল উত্তর পুর্ব রেল, তখন উচ্ছ্বাসে ফেটে পরেছিল গোটা আলিপুরদুয়ার। কিন্তু গতকাল রেলের সিদ্ধান্ত বদলে গেলো, আগামি তিন মাসের জন্য বন্ধ হয়ে গেলো এই ট্রেন।
এই সিদ্ধান্তের পর স্টেশন মাস্টার সঞ্জয় চৌধুরী জানালেন, আলিপুরদুয়ার থেকে কলকাতাগামি এই ট্রেনটি যথেষ্ট জনপ্রিয়। এই ট্রেন বন্ধ হয়ে গেলে ক্ষতি হবে সবারি। তাছাড়া কোনো ট্রেন বন্ধ হয়ে গেলে আর চালু হয়না। সবমিলিয়ে চূড়ান্ত সমস্যায় পরে যাবে যাত্রিরা। কেন বন্ধ করে দেওয়া হল এই ট্রেন টিকে?
মালদা কলকাতা ডিভিশনের অজিত সেনগুপ্ত জানালেন, এই ট্রেন শীতকালে চালালো মানেই ক্ষতি। কারন এই ট্রেনটি শীতকালে যে সময় আসে যাত্রীদের সমস্যার মধ্যে পড়তে হয়। তাই এই সময় আর ট্রেনটাকে চালানোর সাহস পেলাম না। তবে শীতের শেষে এই ট্রেনটিকে পুনুরায় চালানোর সিদ্ধান্ত নেওয়া হবে।