Electric Cars- তে আমদানি শুল্ক কম করার ভাবনা কেন্দ্রের

Electric Cars; ইলিকট্রিক গাড়ী ব্যাবহারের উপর বেশি গুরত্ব দিতে দেখা গেলো কেন্দ্রকে। বর্তমান পরিবেশ বান্ধব গাড়ী যদি বলা হয়, তবে এই ইলেকট্রিক গাড়ীগুলির কথা উঠে আসে।

বর্তমান সময়ে আমাদের ডিজেল চালিত গাড়ীগুলি থেকে ধোঁয়া বাতাসে মিশে দূষণ সৃষ্টি করেছে।

যার ফলেই এই ডিজেল চালিত গাড়ীগুলির পরিবর্তে ইলেকট্রিক গাড়ী ব্যাবহারের উপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

এই ইলেকট্রিক গাড়ীগুলির দাম বেশি হওয়ায়, বাজারমুল্য কমানর চেষ্টা কেন্দ্রের নুতুন ভাবনা।

সাধারনের মানুষের কেনার কথা মাথায় রেখে কেন্দ্রের নুতুন ভাবনা এই ইলেকট্রিক গাড়ীর উপর জি এস টি এর পরিমান কমানো।

দিনের পর দিন পেট্রোল -ডিজেলের দাম ক্রমশ বেড়ে চলেছে। তার তুলনায় এই ইলেকট্রিক গাড়ীর খরচা অনেক কম।

গাড়ী প্রস্তুতকারক টেসলার মতে, একী শক্তিসম্পন্ন পেট্রোল- ডিজেল চালিত গাড়ীর থেকে ৮০% কম খরচ এই ইলেকট্রিক গাড়ীর।

তবে একটা পেট্রোল- ডিজেলের গাড়ী চলতে চলতে ক্ষয় হতে থাকে। পেট্রোল- ডিজেলের গাড়ীর ইঞ্জিনে অনেক পার্টস থাকে।

সেই তুলুনায় এই ইলেকট্রিক গাড়ীতে পার্টেসের সংখ্যা অনেক কম, কাজেই খরচ অনেক কম হবে।

কেন্দ্রের নুতুন পরিকল্পনা

কেন্দ্রের এবার নুতুন পদক্ষেপ নিতে চলেছে। কেন্দ্র এবার আমাদানি শুল্ক কমাতে নুতুন প্রযুক্তি ব্যাবহার করতে চলেছে।

কেন্দ্রর নুতুন প্রযুক্তি electric cars চালু করারা পরিকল্পনা গ্রহন করতে দেখা গেলো।

খবর পাওয়া গিয়েছে এই বৈদ্যতিক যানাবাহন ব্যাবহার করে আমাদানি শুল্কের হার অনেকাংস কমানো যাবে বলে জানা গিয়েছে।

এই শুল্কের হার গড়ে প্রায় ৪০ শতাংশ কমানো যেতে পারে ।

তবে কেন্দের কাছে আগেই আর্জি জানিয়েছিলেন গাড়ী পস্তুত কারক সংস্থা TESLA । এই সংস্থা , আমাদানি শুল্কের কমানোর দাবি করেছে কেন্দ্রে কাছে ।

সরকারী অধিকারকদের কাছ থেকে খবর প্রাপ্ত রয়টার্স সংস্থা জানতে পেরেছে , $ ৪০০০০ ডলার দামের কম মুল্যের গাড়ী থেকে ৪০ – ৬০ শতাংশ শুল্ক কমান যাবে ।

আর বলে ৪০০০০ ডলাএর বেশি দামের গাড়ীর উপর ৬০ – ১০০ শতাংশ শুল্ক কমানো হতে পারে।

গাড়ী পস্তুতকারক সংস্থা টেসলা কম্পানির সিইও টেসলা কিছুদিন আগে টুইট করে বলেছিলেন,  তিনি electric cars উপর আমাদানি শুল্ক ছাড়ের আশা করছেন ।

তিনি এও বলেন , টেসলা খুব দ্রুত ভারতে তাদের বৈদুতিক গাড়ী লঞ্চ করবে ।

তবে ভারতে কিন্তু অনান্য বড় দেশের থেকে ব্যাবহার আমাদানি শুল্কের হার বেশি।

error: Content is protected !!