Facebook হল বিশ্বের বিভিন্ন মানুষের সাথে যোগাযোগের সবথেকে বড়ো প্লাটফর্ম। বর্তমানে সমস্ত প্ল্যাটফর্মের থেকে বেশি জনপ্রিয়তা দেখা গিয়েছে ফেসবুক প্লাটফর্মটিতে। এর মাধ্যেমে বিভিন্ন জায়গার খবর আগে পেয়ে যাচ্ছি। বর্তমানে ফেসবুক জনপ্রিয়তা বাড়ানোর জন্য প্রতিনিয়ত আপডেট ও ফিচার যোগ করে চলেছে । এবারে ফেসবুক ডেটিং নুতুন ফিচার আবির্ভাব ঘটতে দেখা গেলো।
এই প্লাটফর্মে ছোটো থেকে বড়ো সব ধরনের মানুষের ফেসবুক অ্যাকাউন্ট আছে ।
এই প্লাটফর্মে দেশ বিদেশের সমস্ত বুন্ধের সঙ্গে যোগাযোগ করতে পারি।
এছাড়া এর মাধ্যমে ভয়েস ও ভিডিও কলিং থকে সব ধরনের পোস্ট করারা দারুন সুযোগ মেলে ।
২০০৪ সালে আবিস্কিত একটি প্লাটফর্ম বর্তমেনে এতো অল্প সময়ে এতো বেশি জনপ্রিয়তা মিলেছে ধারনার বাইরে।
প্লাটফর্ম উন্নত করার জন্য ফেসবুক প্রতিনিয়ত তাঁরা ফিচার যুক্ত করে আর বেশি করে জনপ্রিয়তা লাভ করেছে ।
আবার ফেসবুক ডেটিং ভয়েস নুতুন ফিচার যোগ করা হয়েছে।
Facebook ভয়েস মাস্যেজের সুবিধা
Facebook বুঝতে পেরেছে , শুধু টেক্সট মাস্যেজ নয় , ভয়েস মাস্যেজ গুরুত্ব কতটা আছে। আবার ডেটিং প্লাটফর্মে নুতুন সুবিধা ভয়েস মাস্যেজের সুবিধা। ফেসবুক ডেটিং ফিচার মাধ্যেমে মানুষের সম্পর্ক আর মুধুর করে তুলেছে।
এবার থেকে কথবকথনের মাধ্যেমে আর মুধুর সম্পর্ক গড়ে তুলতে আবার ফেসবুক ডেটিং নুতুন ফিচার ফেসবুক ‘ভয়েস নোট’ নুতুন ফিচার যোগ করতে দেখা গেলো।
ফেসবুক ডেটিং, তাদের কথবকথনের একটা হতাশার দেখা গিয়েছে।তাঁরা বলছে যে , তাঁরা প্রথম দেতে ডেটে দেখা করতে গিয়ে গলার আওয়াজ প্রথম শুনছেন । অনান্য বহু ডেটিং অ্যাপস তাঁরা ভিডিও ডেটিং পরিষেবা সুবিধা যোগ করছে। তাই ফেসবুক সেই সঙ্গে তাল মিলিয়ে নিজেকে আপডেট করেছে নুতুন ফিচার যোগ করে।
ফেসবুক মান্যেজার আলেকজান্দ্রু ভোইকা নিজের টুইটার প্রোফাইলে শেয়ার করেত দেখা গিয়েছে, নুতুন ফিচার যোগ করার কথা ঘোষণা করেছে।
এই সুয়বিধা গুলি হোল – ম্যাচ এনিয়োরের ও লাকি পিক এবং ভয়েস মাস্যেজ । .
আবার ব্যাবহার কারিরা নুতুন ফিচারের মাধ্যেমে সঠিক ম্যাচের সাথে সাথে অডিও ডেট করতে পারবে।
অনান্য বিভিন ডেটিং অ্যাপ্লিকেশন তার ব্যাবহারকারিদের জন্য ভিডিও চ্যাটের ফিচার যোগ করেছে ।
ম্যাচ এনিয়োরের ফিচারের মাধ্যেমে ব্যাবহারকারিদের বিশ্বের যে কোনও জায়গায় তাদের সঠিক ম্যাচ খুঁজে পেতে সাহায্য করবে।
আর লাকি পিক ফিচারের মাধ্যেমে তাঁরা আনকমন কাউকে খুজে পাবে ।
তবে এই ফিচার এখনও ভারতে লঞ্চ করেনি। তবে এটি দ্রুত এই ফিচার গুলি ভারতে চালু করা হবে।