Eight legged goat; ৮টি পা নিয়ে জন্মালে একটি ছাগল, চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে

Eight legged goat; পৃথিবীর ইতিহাসে বহু ধরনের জোড়া হাত-পা-মাথাসহ মানুষ ও পশুর জন্মাতে দেখা গিয়েছে। প্রায় এধরনের ঘটনা সাক্ষী হতে দেখা মিলেছে। তবে এবারে এরকম এক নুতুন ঘটনার সাক্ষী মিললো। জোড়া মাথা বা চারটি হাত-পাসহ মানব শিশু জন্মানোর কথা আমাদের অনেকের জানা আছে। তবে এবারে আট টি পা নিয়ে জন্মালো এক ছাগল। বিশ্বের ইতিহাসে আরো এক নুতুন ঘটনার সন্ধান মিলল।শুনতে অবিশ্বাস্য লাগলেও তবে এবারে এরকম একটি ঘটনার সাক্ষী হল সারা বিশ্ব। অনেকে শুনেই এই অবাকর ঘটনার সাক্ষী হতে এক ঝলক দেখতে গিয়েছেন।উত্তর চব্বিশ পরগনার ঘাটবাঁওড় গ্রাম পঞ্চায়েতের বনগাঁ এলাকায় এই ঘটনাটি দেখা গেলো। এই আটপেয়ে ছাগলের খবর পেয়ে দূর দুরান্ত থেকে মানুষ ছুটে আসে এই ছাগলটিকে নিজের চোখে দেখার জন্য।

আটপেয়ে ছাগলের মালিকের বক্তব্য

এই ছাগল কিভাবে জন্মালো তা দেখার জন্য বুহু মানুষের ভিড় মেলে । ছাগলের মালিকে জিজ্ঞাস করলে উত্তরে তিনি বলেন , প্রথমে একটি পা দেখা গিয়েছিলো, তারপর পা ধরে টানাতে কয়েকটি পা বেরিয়ে আসে ।এই ঘটনার খবর মুহুর্তেই মধ্যেই দূর দুরান্ত ছরিয়ে পড়ে ।

ছাগলের মালিক কল্পনা মণ্ডল দীর্ঘদিন ধরে গরু-ছাগল পালন করেন তবে এরকম ঘটনা তাঁর জীবনে প্রথম ঘটে।

ছাগলটি দুটি বাচ্চার জন্ম দেয় তাঁর মধ্যে একটি বাচ্চা চারটি পা নিয়ে জন্মালেও অপর বাচ্চাটি আটটি পা নিয়ে জন্মায়।

এই আটটি পা ছাগল বাচ্চা দেখে কল্পনা দেবী ও তার পরিবার রিতীমতো ভয় পেয়ে যায়।

কল্পনা দেবী বলেন তাঁরা আট পা বালা ছাগল ছানা আগে কখনও দেখেনি রিতিমতো তাদের জীবনেও এই প্রথম ঘটনা।

আটটি পা যুক্ত ছাগল বাচ্চাটি একটি মুখ ও দুটি পাছা আর আটটি পা নিয়ে জন্মতে দেখা যায়। 

তবে ছাগল বাচ্চাটি বেশিক্ষন বেঁচে থাকেনি । এই বাচ্চা জন্মানোর ঘণ্টা খানেকের মধ্যেই তার মৃত্যু ঘটে।

এই ঘটনাটি প্রতিবেশী গ্রামে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই তাদের আসতে দেখা যায় এই ছাগল বাচ্চা টিকে দেখার জন্য।

তবে প্রানিবীদ মতে এটি স্বাভাবিক ঘটনা কারন একাধিক শুক্রানু গর্ভাশয়ে প্রবেশ করলে এরকম অস্বাভাবিক বাচ্চা জন্মাতে দেখা যায়।

এই ছাগল চানাটির ক্ষেত্রে এমনটাই ঘটেছে। যার ফলে এই অস্বাভাবিক ছাগল চানার দেখা মিললো। এই Eight legged goat বিশ্বের ইতিহাসে আর এক ঘটনার সাক্ষী মিললো।

error: Content is protected !!